সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ এর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর সমূহ-
বিভাগ |
নাম |
পদবী |
যে যে স্থাপনার দায়িত্বে নিয়োজিত |
সিভিলঃ সিরাজগঞ্জ গণপূর্ত উপ-বিভাগ |
এ এইচ এম শাহরিয়ার |
উপ-বিভাগীয় প্রকৌশলী |
নিম্নোক্ত সকল স্থাপনার দায়িত্বে অফিস -০৭৫১-৬২০৮৩,মোবাইল-০১৮১৯-৬৬৩৮১৩ |
মো: সাইপুল ইসলাম ০১৭৪৫-৩৫৭০২৯ |
উপ-সহকারী প্রকৌশলী শাখা-১ |
গণপূর্ত উপ-বিভাগীয় অফিস, সকল গণপূর্ত কোয়াটার, আমবাগান ৩য় ,৪র্থ শ্রেনী ষ্টাফ কোয়াটার, জজ কোট, এসপি অফিস, শ্রম কল্যান অফিস, সংলগা থানা, রায়গঞ্জ থানা, মেরিনের প্রিন্সিপাল কোয়াটার, শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম। |
|
মো:কামরুজ্জামান ০১৭৩৩৯৯৮৭৪২ |
উপ-সহকারী প্রকৌশলী শাখা-২ |
আমবাগান গেজেটেড কোয়াটার, গেজেটেড ডরমেটরী, নন-গেজেটেড ডরমেটরী ,মেরিন অফিস ভবন,পাসপোট অফিস ,জেলখানা ,সদর ফায়ার সাভিস, বেলকুচি থানা,কামারখন্দ থানা |
|
মো: মিজানুর রহমান ০১৭২৬-৩১৬৫৪১
|
উপ-সহকারী প্রকৌশলী শাখা-৩ |
জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, সিরাজগঞ্জ সদর হাসপাতাল, ম্যাটস, জেলা রেজিষ্টার অফিস, সিরাজগঞ্জ সদর থানা, সরকারী শিশু পরিবার, কাজিপুর থানা, কাজিপুর ফায়ার সাভিস, |
|
সিভিলঃ উল্লাপাড়া গণপূর্ত উপ-বিভাগ |
এ এইচ এম শাহরিয়ার |
উপ-বিভাগীয় প্রকৌশলী |
নিম্নোক্ত সকল স্থাপনার দায়িত্বে অফিস -০৭৫১-৬২৫৩৮ , মোবাইল-০১৮১৯৬৬৩৮১৩ |
|
মো: শরিফুল ইসলাম ০১৭১৭-০৩৬২৪৫ |
উপ-সহকারী প্রকৌশলী শাখা-১ |
উল্লাপাড়া গণপূর্ত উপ-সহকারী প্রকৌশলী অফিস, উল্লাপাড়া থানা, শাহজাদপুর থানা, পুলিশ নাইন, ব্যাব-১২, |
মো:গোলাম আফরাফুল আম্বিয়অ ০১৭১৬-৯৬৬৬১২ |
উপ-সহকারী প্রকৌশলী শাখা-২ |
তাড়াশ থানা, সাকিট হাউজ, ৫জন কোর অফিসারগনের সরকারী বাসভবন। চৌহালী থানা, এনায়েতপুর থানা। |
|
মো: মোশারফ হোসেন ০১৭১১-৯৫১২৮১
|
উপ-সহকারী প্রকৌশলী শাখা-৩ |
চোহালী থানা, এনায়েতপুর থানা, ব্যাব-১২ অফিস ভবন। |
|
গণপূর্ত ই/এম উপ - বিভাগ সিরাজগঞ্জ। |
মো: জাকারিয়া মিঠু |
উপ-বিভাগীয় প্রকৌশলী |
নিম্নোক্ত সকল স্থাপনার দায়িত্বে অফিস -০৭৫১-৬২৫৩৮ ,মোবাইল-০১৯৮৩-৭১৪০৮৬ |
|
মো: আমিনুল ইসলাম ০১৬৭৫-২৪৪৯৪০ |
উপ-সহকারীপ্রকৌশলী শাখা-১ |
গণপূর্ত বিভাগীয় অফিস,সাকিট হাউজ, ৫ জন কোর অফিসারদের কাস ভবন, |
মো: নূরনবী মিলন |
উপ-সহকারীপ্রকৌশলী শাখা-২ |
সদর হাসপাতাল,ম্যাটস,গেজেটেড ষ্টাফ কোয়াটার, নার্সসেস ট্রেনিং সে |
|
এস এম আতিকুর রহমান ০১১৯৭২০৬০৫৯ |
উপ-সহকারীপ্রকৌশলী শাখা-৩ |
জজ কোট, জেলঝানা, ব্যাব-১২, উল্লাপাড়া, রায়গঞ্জ,শাহজাদপুর, ৩য় ,৪র্থ শ্রেনী ষ্টাফ কোয়াটার |
· অভিযোগ প্রদানের ও তথ্য প্রাপ্তির পদ্ধতিঃ
যে কোন মেরামত বা রক্ষণাবেক্ষণ কাজের চাহিদা সর্বপ্রথমে সংশ্লিষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলী/ উপ-সহকারী প্রকৌশলীর অফিসে রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হয় এবং অভিযোগ লিপিবদ্ধ হওয়ার পর ও উল্লেখিত অফিসের মাধ্যমে প্রতিকার প্রাপ্তিতে ব্যর্থ হলে ধাপ অনুযায়ী যথাক্রমে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দপ্তরে যোগাযোগ/অভিযোগ দাখিল করা যায়।
ক্র/নং |
নাম |
পদবী |
ঠিকানা |
টেলিফোন/ফ্যাক্স |
ই-মেইল |
ক |
দেবাশীষ চন্দ্র সাহা |
নির্বাহী প্রকৌশলী |
সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগ |
০৭৫১-৬২৫০১/৬২৩৯৮ |
ee_siraj@pwd.gov.bd |
খ |
মোঃ আমান উল্লাহ |
তত্ত্বাবধায়ক প্রকৌশলী |
বগুড়া গণপূর্ত সার্কেল |
০৫১-৬৫৫৫৪/৬৫৬৮৫ |
se_bogra@pwd.gov.bd |
গ |
মোঃ শফিকুর রহামান |
অতিরিক্ত প্রধান প্রকৌশলী |
রাজশাহী গণপূর্ত জোন |
০৭২১-৮১১৭৭৮/৮১১৪৬০ |
ace_raj@btcl.gov.bd |
· এছাড়া গণপূর্ত অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.pwd.gov.bd) আছে যেখানে অভিযোগ প্রদান করা যাবে। ডিজিটাল বাংলাদেশে তথ্যপ্রযুক্তির এই সুযোগ সকলকে গ্রহণের জন্য স্বাগত জানানো হচ্ছে।
· উপরোল্লিখিত স্তর সমূহে অভিযোগের প্রতিকার/সমস্যার সমাধান পেতে ব্যর্থ হলে কেন্দ্রীয়ভাবে পূর্ত ভবনে নির্বাহী প্রকৌশলী (অপারেশন এন্ড মেইনটেনেন্স) এর দপ্তরে (ফোননং০২-৯৫৫৪৫৫৪, ই-মেইলঃ ee_om@pwd.gov.bd) সরকারী ভবনেব সবাসকারী/ব্যবহারকারীগণের জন্য সেবা প্রদানকারী/অভিযোগ প্রতিকারের কেন্দ্র স্থাপন করা আছে যেখানে রেজিস্টারে লিপিবদ্ধ/টেলিফোন/ই-মেইল/ফ্যাক্স/ব্যক্তিগত সাক্ষাত এর মাধ্যমে অভিযোগ/সমস্যা জানানো যাবে(কক্ষনং৪৩০)।
· কেন্দ্রীয়ভাবে গ্রহণকৃত সকল অভিযোগ গুলো ৩(তিন) দিনের মধ্যে আমলে নেয়া হয় এবং পরবর্তীতে প্রতিকারের কি ব্যবস্থা নেয়া হয়েছে তা ৭(সাত) কার্যদিবসের মধ্যে অভিযোগকারীকে জানিয়ে দেয়া হয়।
· গণপূর্ত অধিদপ্তর সর্বদা ভবন ব্যবহারকারী/প্রত্যাশী সংস্থার পরামর্শকে স্বাগত জানাবে।
· ভবন ব্যবহারকারী/প্রত্যাশী সংস্থার প্রতিনিধির সাথে বছরে দুবার( জুলাই ও এপ্রিল) তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সভাপতিত্বে এবং বছরে একবার (wW‡m¤^i) অতিরিক্ত প্রধান প্রকৌশলীর সভাপতিতে মতবিনিময় সভার আয়োজন করা হয়।যারা উক্ত সভায় অংশ গ্রহন করতে ইচ্ছুক তারা একমাস পূর্বে সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীর টেলিফোন অথবা ই-মেইল ঠিকানা অথবা ওয়েব সাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন।
· চার্টারে উল্লেখিত কোন বিষয়ে ভবন ব্যবহারকারী/প্রত্যাশী সংস্থার কেউ আলোচনা করতে চাইলে গণপূর্ত অধিদপ্তর-এর ওয়েবসাইটে (www.pwd.gov.bd) বিস্তারিত ঠিকানা সহ যোগাযোগ করতে পারবেন।
· গণপূর্ত অধিদপ্তরে সিটিজেন চার্টার বাস্তবায়নের মাধ্যমে ভবন ব্যবহারকারী/প্রত্যাশী সংস্থা কতটুকু সুফল পেল তা প্রশ্নমালা বিতরণের মাধ্যমে প্রতি বছর মূল্যায়নের ব্যবস্থা করা হয়।
· সিটিজেন চার্টার বাস্তবায়নের মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের সাথে সেবা গ্রহনকারী ব্যক্তি বা সংস্থার পারস্পারিক বিশ্বাস, আস্থা এবং সুসম্পর্ক সৃষ্টি হবে, সেইসাথে গণপূর্ত অধিদপ্তর ও অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের কাজের মান পরিমাপ পূর্বক দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।
সুতরাং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক নির্ধারিত উন্নততর মান অনুযায়ী সংশ্লিষ্ট জনগণকে সেবা প্রদান করার লিখিত অঙ্গীকারই হল এই সচরাচর জিজ্ঞাস্য
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS