গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গণপূর্ত অধিদপ্তর বাংলাদেশে নির্মাণ অঙ্গনের পথিকৃত। প্রায় দুই শত বছর ধরে গণপূর্ত অধিদপ্তর দেশের অবকাঠামো উন্নয়নের জন্য প্রয়োজনীয় মান নির্ধারণ করে আসছে। এই প্রতিষ্ঠান সরকারী নির্মান প্রকল্প বাস্তবায়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করে থাকে। এছাড়া অতিরিক্ত দায়িত্ব হিসাবে স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর প্রকল্প বাস্তবায়নেও এর ভূমিকা রয়েছে। গণপূর্ত অধিদপ্তরে সিভিল, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারসহ একটি দক্ষ ও অভিজ্ঞ জনবল রয়েছে। এছাড়া স্থাপত্য অধিদপ্তরের স্থপতিরা এদের পাশাপাশি কাজ করে থাকেন। বছরের পর বছর ধরে গড়ে ওঠা পেশাদারিত্ব ও কাজের মান গণপূর্ত অধিদপ্তরের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করেছে। তাই যেকোনো নির্মাণ প্রকল্পের জন্য গণপূর্ত অধিদপ্তরই সবার প্রথম পছন্দ। সরকারের প্রধান নির্মাণ সহযোগী প্রতিষ্ঠান হওয়া ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিবিড় তত্ত্বাবধানে এটি প্রতিনিয়ত দেশের নির্মাণ শিল্পে সংশ্লিষ্ট প্রকল্পসমূহের তদারকি ও গতিবৃদ্ধি করে যাচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে গণপূর্ত অধিদপ্তর ২০০ বছরের ঐতিহৃবাহী একটি সরকারী প্রতিষ্ঠান হিসেবে সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সমূহ নির্মাণ ও রক্ষনাবেক্ষনের কাজ করে থাকে। গণপূর্ত বিভাগ সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলার বিভিন্ন সরকারী স্থাপনা নির্মাণ, মেরামত, সংস্কার ও দৈনন্দিন মেরামত কাজ করে থাকে। গণপূর্ত বিভাগ সিরাজগঞ্জ এর অধীনে ২টি সিভিল ও ১টি ই/এম উপ-বিভাগ রয়েছে। সিরাজগঞ্জ জেলায় বিভিন্ন সরকারি দপ্তর, হাসপাতাল, সার্কিট হাউজ ও বাসভবন নির্মাণ ও মেরামত কাজসহ সরকারি ভবনসমূহের রক্ষণাবেক্ষণ, সরকারি ও বেসরকারি বিভিন্ন ভবন সমূহের মূল্যায়ন ও ভাড়া নির্ধারণ, সরকারি পরিত্যক্ত সম্পত্তি রক্ষণাবেক্ষণ ইত্যাদি কাজ অত্র দপ্তরের মাধ্যমে সম্পন্ন করা হয় । গণপূর্ত বিভাগ, সিরাজগঞ্জ , সিরাজগঞ্জ জেলার উন্নয়নের অন্যতম কারিগর. গণপূর্ত বিভাগ, সিরাজগঞ্জ কর্তৃক সম্প্রতি অনেকগুলি অবকাঠামো নির্মিত হয়েছে এবং আরও অনেক অবকাঠামোর নির্মাণ কাজ চলমান। এগুলোর মধ্যে
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এবং ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ, বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিঊট নির্মাণ, সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, উল্লাপাড়া সাব-রেজিট্রার অফিস নির্মাণ, জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন নির্মাণ, ইউনিয়ন ভূমি অফিসসমূহ নির্মাণসহ ইত্যাদি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস